সার্কিট ব্রেকার ছাড়া লেনদেন করছে ২৫ কোম্পানি
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-২৭ ১২:২৭:৩২
পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৫ কোম্পানির শেয়ার লেনদেনে আজ কোনো সার্কিট ব্রেকার দেয়া হয়নি। ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণা দেয়ার কারণে নিয়মানুযায়ী এসব কোম্পানির শেয়ার লেনদেনে আজ কোনো লিমিট দেয়া হয়নি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো: সিলকো ফার্মা, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, প্রিমিয়ার সিমেন্ট, প্যাসিফিক ডেনিমস, অরিয়ন ইনফিউশন, নাভানা সিএনজি, নহি অ্যালুমনিয়াম, কোহিনূর কেমিকেল, জুট স্পিনার্স, ইনফরমেশন সার্ভিসেস, ইফাদ অটোস, জিপিএইচ ইস্পাত, এস্কয়ার নিট, দেশবন্ধু পলিমার, ড্যাফোডিল কম্পিউটার, সিভিও, কনফিডেন্স সিমেন্ট, বেঙ্গল উইন্ডসোর, বিকন ফার্মা, বিবিএস, বারাকা পাওয়ার, আনিলিমা ইয়ার্ন, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, এসিআই ফুরমুলেশন এবং আফতাব অটোমোবাইল লিমিটেড।
পুঁজিবাজারে তালিকাভুক্ত এসব কোম্পানি ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আর তাই নিয়মানুযায়ী এসব কোম্পানির শেয়ার লেনদেনে আজ কোনো লিমিট দেয়া হয়নি।
সানবিডি/এসকেএস