মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত
প্রকাশ: ২০১৫-১১-২১ ১৩:০২:৫৬
সদর উপজেলার কালিগাংনী নামক স্থানে মোটরসাইকেলের ধাক্কায় রেজাউল কারিগর (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালকসহ তিন জন।
শনিবার সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল কারিগর সদর উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামের মৃত দুলাল কারিগরের ছেলে।
আহতরা হলেন- গাংনী পৌর শহরের থানাপাড়ার নাসির উদ্দীনের ছেলে মোটরসাইকেল চালক নাইম হোসেন (১৪)। মোটরসাইকেল আরোহী গাংনী পৌরসভার উত্তরপাড়ার সুবহান মিয়ার ছেলে ইমন হোসেন (১৩) ও পূর্ব মালসাদহের আমিরুল ইসলামের ছেলে সজিব মিয়া (১৪)।
গাংনী থানার উপপরিদর্শক মেহেদি হাসান জানান, নাইমসহ তার দুই বন্ধু সজিব ও ইমন মোটরসাইকেলযোগে কাথুলির দিকে যাওয়ার সময় রেজাউলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এ ঘটনায় নাইমসহ তার বন্ধুরা আহত হন। নাইমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত সজিব ও ইমনকে আটক করা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।