সূচক আর লেনদেনের পতনে সপ্তাহ শুরু

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-২৭ ১৫:০৭:৫০


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৭৫৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১০৯০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬৬৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩২টির, দর কমেছে ১৭৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪২টির।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৫৭ কোটি ৮ লাখ টাকার। যা ৫ মাস ১২ দিন বা ১০৪ কার্যদিবসের মধ্যে সবচেয়ে কম হয়েছে। এর আগের চলতি বছরের ১৫ মে আজকের চেয়ে কম লেনদেন হয়েছিল। ওই দিন লেনদেন হয়েছিল ২৫৬ কোটি টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৭০ পয়েন্টে।

দিনভর সিএসইতে হাত বদল হওয়া ২৩৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৬টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দর। আজ ১১ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সানবিডি/এসকেএস