‘ফাঁসি কার্যকর হবে নাগরিক অধিকারের লঙ্ঘন’
প্রকাশ: ২০১৫-১১-২১ ১৩:১৭:২৭
মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের স্ত্রী তামান্না জাহান বলেছেন, তার স্বামী মুজাহিদ যেহেতু ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় অভিযুক্ত, তাই তার বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনালে মামলা চলমান থাকা অবস্থায় অন্য কোনো মামলায় ফাঁসি কার্যকর করা হলে তা হবে নাগরিক অধিকার লঙ্ঘন করা।’
শনিবার দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তামান্না জাহান বলেন, ‘মুজাহিদ দেশের একজন সচেতন নাগরিক হিসেবে রাষ্ট্রপতিকে তার সাংবিধানিক অভিভাবক মনে করেন। যেহেতু রাষ্ট্রপতি ব্যক্তিগত জীবনে একজন আইনজীবী, তাই মুজাহিদ আশা করেন, নাগরিক হিসেবে মুজাহিদের আইনি ও সাংবিধানিক অধিকার রক্ষায় রাষ্ট্রপতি কার্যকর ব্যবস্থা নেবেন।’
এর আগে গতকাল শুক্রবার মুজাহিদের পরিবারের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে মুজাহিদের পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে মুজাহিদের করা রিভিউ আবেদন সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যাওয়ার পর বৃহস্পতিবার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। রায় পড়ে শোনানো হয়েছে মুজাহিদকে। পরিবারের সদস্যরা মুজাহিদের সঙ্গে দেখা করেছেন। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারের কনডেমড সেলে আছেন।
সংশ্লিষ্টরা বলছেন, মুজাহিদের ফাঁসির রায় কার্যকরে আর কোনো আইনি বাধা নেই। তবে নিয়মানুযায়ী কিছু প্রক্রিয়া এখনো বাকি আছে। সব আইনি প্রক্রিয়া শেষে ফাঁসি কার্যকর করা হবে।