ইসলামী ও মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রি সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-২৮ ১০:৪০:৫৪


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ইসলামী ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ইসলামী ব্যাংকের উদ্যোক্তা মোহাম্মদ আবদুল্লাহ ২ লাখ শেয়ার বিক্রি করেছেন। বর্তমান বাজার দরে তিনি এ শেয়ার স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিক্রি করেছেন। এর আগে তিনি ২০ অক্টোবর শেয়ার বিক্রির ঘোষণা দেন।

এছাড়া মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা মিজানুর রহমান চৌধুরী ৬ লাখ ২৮ হাজার শেয়ার বিক্রি করেছেন। বর্তমান বাজার দরে তিনি এ শেয়ার স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিক্রি করেছেন। এর আগে তিনি ২ অক্টোবর শেয়ার বিক্রির ঘোষণা দেন।

সানবিডি/এসকেএস