প্রাণভিক্ষা চেয়েছেন মানবতাবিরোধী অপরাধী সাকা-মুজাহিদ

আপডেট: ২০১৫-১১-২১ ১৫:৩২:০০


Saka.Muzahidএকাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ নিজেদের অপরাধের জন্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।

এরমধ্যে দিয়ে কার্যত তারা নিজেদের অপরাধের দায় স্বীকার করে নিলেন; যদিও বিচারকালে তারা বলে আসছিলেন এই প্রসিকিউশনের আনা অভিযোগে সঙ্গে তাদের সম্পৃক্ততা নেই।

মানবতাবিরোধী অপরাধে এরআগে দুই জামায়াত নেই কাদের মোল্লা ও কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও তার আগে তারা কেউ-ই রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ নেননি।

কারা সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে কেউ-ই আগ্রহ দেখাচ্ছেন না।

তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে জানতে চাওয়া হলে তিনি বাংলামেইলকে বলেন, এ বিষয়ে আমার কাছে কোনো আবেদন আসেনি।

এদিকে সাকা-মুজাহিদের ক্ষমা চাওয়ার খবর আসার কিছুক্ষণ আগেই গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাকার স্ত্রী ফরহাত কাদের চৌধুরী বলেন, তার স্বামী আইনজীবীদের সঙ্গে দেখা না করে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। আর সাকার সিদ্ধান্ত না জানা পর্যন্ত তারাও পরিবারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না।