নাইকির শেয়ার দর বেড়েছে ৫%
প্রকাশ: ২০১৫-১১-২১ ১৮:১৫:০৬
লভ্যাংশ বেশি দেওয়ার ঘোষণায় হু হু করে বেড়েছে মার্কিন স্পোর্টওয়্যার জায়ান্ট কোম্পানি নাইকির শেয়ার। গতকাল শুক্রবার মার্কিন পুঁজিবাজারে কোম্পানিটির শেয়ার দর ৫ শতাংশের বেশি বেড়ে যায়।
এর আগে গত বৃহস্পতিবার শেয়ারহোল্ডাররা কোম্পানির লভ্যাংশ বৃদ্ধির ঘোষণা দেয়।
নাইকি জানিয়েছে, আগামীতে তারা তাদের প্রবৃদ্ধিকে অব্যাহত রাখার জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাবে।
শেয়ার ফের ক্রয় ও লভ্যাংশ ঘোষণার মাধ্যমে গত ১৪ বছরে শেয়ারহোল্ডারদের কাছে ২৩ শ’ কোটি ডলার ফিরিয়ে দিতে পেরেছে নাইকি। কোম্পানিটির তরফ থেকে বলা হয়েছে, আমরা পেরেছি। আর সময় সেটা করে দেখাতে সাহায্য করেছে।
বিশ্বের সবচেয়ে বৃহৎ স্পোর্টওয়্যার পণ্য প্রস্ততকারক কোম্পানি হচ্ছে নাইকি। চীনে ব্যাপকভাবে বিক্রি বেড়ে যাওয়ায় মুনাফাও বেড়েছে বলে সম্প্রতি ঘোষণা দেয় নাইকি।
এক হিসাব অনুযায়ী, আগস্ট পর্যন্ত গত তিন মাসে নাইকির মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ১১৮০ কোটি ডলার বেড়েছে।