সূচকের উত্থানের দিনে কমেছে লেনদেন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-৩০ ১৫:১০:০৭
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের কিছুটা উত্থানে লেনদেন শেষ হয়েছে। টানা ৩ কার্যদিবস পর উত্থানে ফিরেছে পুঁজিবাজার। এদিন একইসঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬৮৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৭২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬৩১ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৪টির, দর কমেছে ১০৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৩টির।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৪৭ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ১০ কোটি ৮৯ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৩৫৮ কোটি ১৮ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৮৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৭২ পয়েন্টে।
দিনভর সিএসইতে হাত বদল হওয়া ২৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৭টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দর। আজ ৫৪ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
সানবিডি/এসকেএস