পাকিস্তানে জিততেই পারল না মেয়েরা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-৩০ ১৮:১৫:০০


টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে এক রুমানা ছাড়া ব্যর্থ ছিলেন ব্যাটারদের সবাই। দ্বিতীয় ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ রান তুলেও পারেনি বাংলাদেশ।

লাহোরে আজ তৃতীয় ম্যাচে আবারও দেখা গেল সেই ‘পুরোনো রোগ’—ব্যাটিং ব্যর্থতা। তাতে পাকিস্তানের সাদামাটা সংগ্রহও তাড়া করতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। শেষ ম্যাচে ২৮ রানের হারে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো মেয়েরা।

গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করে ৭ উইকেটে ১১৭ রান তুলতে পেরেছিল পাকিস্তানের মেয়েরা। ওপেনার জাভেরিয়া খানের ফিফটিতে ভর করে একশোর্ধ্ব সংগ্রহ পায় স্বাগতিকেরা। ১২ রানে ৩ উইকেট নিয়ে দুর্দান্ত বল করেন পেসার জাহানারা আলম। ১৯ রানে ২ উইকেট নেন রুমানা। কিন্তু ব্যাটিংয়ে নেমে এই সাদামাটা সংগ্রহও তাড়া করতে পারেনি বাংলাদেশ। তৃতীয় ওভারের মধ্যে ২ রান তোলার আগেই ৩ উইকেট হারায় সালমা খাতুনের দল। দলীয় ১২ রানে ব্যাটিং স্তম্ভ রুমানাও বিদায় নিলে চরম বিপর্যয়ে পড়ে দল।

নিগার সুলতানা (৩০) ও ফারজানা হক (২৭) স্রোতের বিপরীতে লড়াই করেও শেষ পর্যন্ত বাজে হার এড়াতে পারেননি। পুরো ২০ ওভার খেলেও দল যে এক শ রানও তুলতে পারেনি! ৮৯ রানেই থেমেছে বাংলাদেশের ইনিংস। ৩ ম্যাচে ৯ উইকেট নেওয়ায় বাংলাদেশের হয়ে সিরিজসেরা জাহানারা আলম। এ সিরিজে ১০৮ রান করা বিসমাহ মারুফ পাকিস্তানের হয়ে সিরিজসেরা। টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে বাংলাদেশ নারী দল। লাহোরে ২ ও ৪ নভেম্বর দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা।
সানবিডি/ঢাকা/এসএস