পৃথক অভিযানে ৫৮০ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেফতার

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-৩০ ১৯:২৪:২৫


চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বন্দর নগরী চট্টগ্রামে পৃথক অভিযান পরিচালনা করে ৫৮০ পিস ইয়াবাসসহ ৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- মোঃ মোবারক হোসেন(৩৫), শ্রীকান্ত চন্দ্র দাশ ওরফে সাইফুল ইসলাম(২৪), মোঃ জুনাইদ(২৮) এবং মোঃ ইসমাঈল(২৭)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ২৯ অক্টোবর, ২০১৯ বিকাল সাড়ে পাঁচটায় কোতোয়ালী থানার কে সি দে রোডের রাইফেল ক্লাব সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৩১০ পিস ইয়াবাসহ মোবারক ও সাইফুল ইসলাম নামের দুইজনকে গ্রেফতার করে।

৩০ অক্টোবর, ২০১৯ সকাল সাড়ে আটটায় পৃথক আরেক অভিযানে কোতোয়ালী থানার টেরিবাজার আন্দরকিল্লা এলাকায় অভিযান পরিচালনা করে ২৭০ পিস ইয়াবাসহ জুনাইদ ও ইসমাঈলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে
সানবিডি/ঢাকা/ডিএমপি নিউজ/এসএস