৫ দফা দাবিতে জবি শিক্ষার্থীদের স্মারকলিপি
:: আপডেট: ২০১৯-১০-৩০ ২৩:১৪:০০
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সাধারন শিক্ষার্থীরা ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন ও উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে। আসন্ন সিন্ডিকেট সভা উদ্দেশ্য করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি পাঁচ দফা দাবির প্রেক্ষিতে এ সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান করেন তারা।
বুধবার দুপুর ১টায় উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদানের পর তারা ভাষা শহীদ রফিক ভবনের নিচে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ সংবাদ সম্মেলন করেন।
শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে বলা হয়, অতিদ্রুত দ্বিতীয় ক্যান্টিন নির্মাণ, ছাত্রী হলের নির্মাণ কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রশাসন কর্তৃক চাপ প্রদান, আগামী বছরে ৩ জানুয়ারির মধ্যে জকসু নির্বাচনের তফসিল ঘোষণা এবং বিতর্কিত শর্তমুক্ত জকসু আইন প্রণয়ন, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের রাস্তায় ওভারব্রিজ নির্মাণ ও বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষকদের মধ্যে থেকে ট্রেজারার নিয়োগ করার কথা জানানো হয়।
তারা জানান, এই পাঁচ দফা দাবি সম্পর্কে তারা আসন্ন সিন্ডিকেটে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিক মনোভাব আশা করেন। আর তা না হলে তারা কঠোর কর্মসূচির মাধ্যমে দাবি আদায় করার কথা জানান।
দাবি গুলো সম্পর্কে সংবাদ সম্মেলনে উপস্থিত শিক্ষার্থী মো. রাইসুল ইসলাম নয়ন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ২য় ক্যান্টিন হওয়ার কথা থাকলে তা কোন এক অদৃশ্য কারণে হয়নি এবং অতিদ্রুত তারা ক্যান্টিন করার দাবি জানান যেখানে বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সংগঠন গুলো মুক্ত রাজনীতি চর্চার সুযোগ পাবে।
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃক যে বিতর্কিত শর্তমুক্ত জকসু আইন প্রণয়ন করে অবিলম্বে আগামী ৩১ জানুয়ারির মধ্যে জকসু নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। কেননা জকসু আইনে বিতর্কিত কোন ধারা থাকলে তা হাইকোর্টের রিটের মাধ্যমে নির্বাচন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’
এ সময় তারা শিক্ষার্থীদের পূর্বের দাবি দাওয়ার প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিবাচক মনোভাব লক্ষ্য করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সানবিডি/ঢাকা/রায়হান/এসএস