পূবালী ব্যাংকের ৭৫০ কোটি টাকার বন্ড অনুমোদন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-৩১ ১৫:৫৮:১৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পূবালী ব্যাংক লিমিটেডের ৭৫০ কোটি টাকার নন-কনভার্টেবল সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন করা হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭০৩তম কমিশন সভায় এই বন্ড অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে জানা গেছে, নন-কনভার্টেবল,আনলিস্টেড সাব-অর্ডিনেটেড এই বন্ডের মেয়াদ হবে ৭ বছর। বন্ডটি ৭ বছরে পূর্ণ অবসায়ন হবে যা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানসমূহ, ইন্স্যুরেন্স কোম্পানীসমূহ, কর্পোরেটস প্রতিষ্ঠান এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীগণকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।
পূবালী ব্যাংক বন্ড ইস্যুর মাধ্যমে টায়ার-২ ক্যাপিটাল শক্তিশালী করবে। এই বন্ডের প্রতি ইউনিটের মূল্য ৭ কোটি ৫০ লাখ টাকা। বন্ডটির ইস্যু ম্যানেজার হিসাবে কাজ করছে গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
সানবিডি/এসকেএস