ইউনাইটেড ফাইন্যান্সের ১০০ কোটি টাকার বন্ড অনুমোদন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-৩১ ১৬:১৯:২৩


পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের ১০০ কোটি টাকার নন-কনভার্টেবল সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন করা হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭০৩তম কমিশন সভায় এই বন্ড অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানা গেছে, নন-কনভার্টেবল,আনলিস্টেড সাব-অর্ডিনেটেড এই বন্ডের মেয়াদ হবে ৪ বছর।  বন্ডটি ৪ বছরে পূর্ণ অবসায়ন হবে যা বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদধারী ব্যাক্তিকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। কোম্পানিটি বন্ড ইস্যুর মাধ্যমে সম্ভব্য অবকাঠামো ও এসএমই প্রকল্পে বিনিয়োগের জন্য অর্থায়ন করবে।

এই বন্ডের প্রতি ইউনিটের মূল্য ২৫ লাখ টাকা। বন্ডটির ইস্যু ম্যানেজার হিসাবে কাজ করছে এমটিবিএল ক্যাপিটাল লিমিটেড এবং ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসাবে ইস্টার্ণ ব্যাংক লিমিটেড কাজ করছে।

সানবিডি/এসকেএস