বিমানের ২০০ কোটি টাকা মূল্যের জমি উদ্ধার
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-৩১ ১৭:০৪:৫৩
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রায় ২০০ কোটি টাকা মূল্যের জমি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হকের সরাসরি তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জমি উদ্ধার করা হয়।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ১৯৮৭ সালের ১২ জুলাই গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ধানমন্ডির সাতমসজিদ রোডে অবস্থিত ৬, ৮ ও ১০ নম্বর (নতুন) প্লটের জমি বিমান বাংলাদেশকে ব্যবহারের জন্য ৯৯ বছরের লিজ দেয়। মোট জমির পরিমাণ ১৩ কাঠা ৮ ছটাক। ১৯৮৯ সালের ২৬ জুন লিজ দলিল সম্পাদন হলেও ভূমিদস্যুরা জায়গাটি বেআইনিভাবে দখল করে রেখেছিল।
বিষয়টি মন্ত্রণালয়ের নজরে আসলে বেদখল জায়গাটি পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু হয়। দাফতরিক ও আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার অভিযান চালিয়ে জায়গার দখল নেওয়া হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক বলেন, উদ্ধার হওয়া জমিতে বাণিজ্যিক ও আবাসিক ভবন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। শিগগিরই কাজ শুরু হবে। অন্যান্য যেসব স্থানে বিমানের জমি বেদখল রয়েছে তা উদ্ধারেও কাজ চলছে বলে জানান তিনি।
সানবিডি/ঢাকা/এসএস