সালাউদ্দিন ও মুজাহিদের বাড়িতে কড়া নিরাপত্তা

প্রকাশ: ২০১৫-১১-২২ ০০:৩৩:৫৭


faridpurমানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজানে ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের গ্রামের বাড়ি ফরিদপুরের পশ্চিম খাবাসপুরে বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়েছে।

বিপুলসংখ্যক পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্য শনিবার রাতে সালাউদ্দিন ও মুজাহিদের বাড়ির সামনে অবস্থান নেয়।

পুলিশ, র‌্যাবের পাশাপাশি চট্টগ্রাম নগরী ও জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এর মধ্যে নগরীতে ৬ প্লাটুন, রাউজানে ২ প্লাটুন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল এমারত হোসেন বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন।