পিএসসির কালকের পরীক্ষা ৩০ নভেম্বর

প্রকাশ: ২০১৫-১১-২২ ১৩:২১:৫৫


JEC Studentপ্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীর আগামীকালকের পরীক্ষাটি পিছিয়ে দেয়া হয়েছে। এই পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর।

রোববার বাংলামেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ররীন্দ্রনাথ রায়। তবে অন্যান্য বিষয়ের পরীক্ষাগুলো নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর করায় আগামী সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে তার দল।

উল্লেখ্য, আজ থেকে শুরু হয়েছে পিএসসি পরীক্ষা। পূর্বের সূচি অনুযায়ী ২৯ নভেম্বর পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও সূচিতে পরিবর্তন আসায় এখন তা শেষ হচ্ছে ৩০ নভেম্বর।