জাককানইবি তে ভর্তিপরীক্ষা শুরু
আপডেট: ২০১৫-১১-২২ ১৪:৪৭:১৪
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর “ঘ” ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ রবিবার থেকে শুরু হয়েছে। এবার ৮২৫ টি আসনের বিপরীতে সর্বমোট আবেদন করেছে ২২৯২০ জন। প্রতি আসনের বিপরীতে ২৮ জন করে পরীক্ষার্থী অংশগ্রহন করবে। আজ ‘ঘ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা আরম্ভ হয়েছে।‘ঘ’ ইউনিটে ১৮০ টি আসনের বিপরীতে সর্বমোট আবেদন করেছে ৭০৮৪ জন । এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ৩৯ জন করে পরীক্ষার্থী প্রতিযোগীতা করছে।ইতোমধ্যে প্রথম শিফটের পরীক্ষা শেষ হয়েছে।
সকাল ১১ টা থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ৩টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বিকাল শিফটে “ঘ” ইউনিটের পরীক্ষা৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।বিশ^বিদ্যালয় প্রশাসন জানায়, এবার পরীক্ষা হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন, কিংবা যেকোন ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস নিষিদ্ধ ছিল।
ভর্তি পরীক্ষা ও ফলাফল সংক্রান্ত বিস্তারিত বিশ^বিদ্যালয়ের ওয়েবসাইট www.jkkniu.edu.bd থেকে জানা যাবে।
আগামী কাল ২৩নভেম্বর সোমবার অনুষ্ঠিত হবে “গ” ইউনিটের ভর্তি পরীক্ষা। ২৪নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হবে “খ” ইউনিটের ভর্তি পরীক্ষা। ২৫নভেম্বর বুধবার অনুষ্ঠিত হবে “ক” ইউনিটের ভর্তি পরীক্ষা। ২৬নভেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে “ঙ” ইউনিটের ভর্তি পরীক্ষা।
সানবিডি/ঢাকা/এআর/এসএস