লুজারের শীর্ষে ফু-ওয়াং ফুড
প্রকাশ: ২০১৫-১১-২২ ১৭:১৯:৩৪
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার লুজারের শীর্ষে অবস্থান করছে ফু-ওয়াং ফুড। এদিন কোম্পানির শেয়ারের দর কমেছে ২ টাকা বা ১০ দশমিক ৭০ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, আজ শেয়ারটি ১৬ টাকা ৭০ পয়সা দরে সর্বশেষ লেনদেন হয়। এদিন কোম্পানির ৫৯৫ বারে ৮ লাখ ৫৩ হাজার ১১টি শেয়ার লেনদেন হয়।
লুজারের দ্বিতীয় অবস্থানে রয়েছে ন্যাশনাল পলিমার। আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার দর ১০ টাকা ১ পয়সা বা ৯ দশমিক ৬৭ শতাংশ কমেছে। কোম্পানিটি এদিন সর্বশেষ লেনদেন হয় ৯৪ টাকা ৩০ পয়সা দরে। আজ ১ হাজার ৯৬ বারে কোম্পানির ৪ লাখ ৮৭ হাজার ৭১৯টি শেয়ার লেনদেন হয়।
লুজারের তৃতীয় স্থানে থাকা মডার্ণ ডায়িং অ্যান্ড স্ক্রিন প্রিন্টিং ১২ টাকা ৬ পয়সা বা ৯ দশমিক ৬৬ শতাংশ শেয়ার দর কমেছে।
লুজারে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সায়হাম টেক্সটাইল, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, বারাকা পাওয়ার, প্রগতি ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড, দেশ গার্মেন্টস এবং বিডিকম অনলাইন।