নোবিপ্রবিতে সিএসটিই কার্নিভাল উৎযাপিত

প্রকাশ: ২০১৫-১১-২২ ১৯:৩৪:১১


NSTUনোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম বারের মত উদযাপিত হয়ে গেল সিএসটিই কার্নিভাল। ১৯ নভেম্বর থেকে কার্নিভালের বিভিন্ন কার্যক্রম শুরু হয়।

গেমিং কন্টেস্ট, প্রোগ্রামিং কন্টেস্ট, প্রোজেক্ট সোয়িংস, ক্যারিয়ার সম্পর্কিত আলোচনা ছিল কার্নিভালের মূল আকর্ষণ।

আজ সকাল ৮.৩০ টায় কার্নিভালের টি-শার্ট বিতরণ ও ৯ টায় শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে র‍্যালি উৎযাপন হয়। র‍্যালিতে রেজিস্টার মমিনুল হক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান, সিএসটিই ডিপার্টমেন্টের শিক্ষক মোঃ জাবেদ হোসেন, ফাতেহা খানম বাপ্পি, কামাল হোসেন, ইয়াসিন কবির উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিএসটিই ডিপার্টমেন্টের মোঃ জাবেদ হোসেন। বিকাল ৫ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মাধ্যমে কার্নিভালের সমাপ্তি ঘোষণা করা হয়।

কার্নিভালের সার্বিক সহযোগিতায় ছিল এনএসটিইউ ওএসএন, সিএসটিই ক্লাব এবংসিএসটিই ডিপার্টমেন্ট।