বগুড়ায় পিকআপ চাপায় যুবক নিহত, পুলিশের গুলি

প্রকাশ: ২০১৫-১১-২৩ ১৭:০৫:৪৪


Picupবগুড়া শহরতলির চারমাথা এলাকায় সোমবার সকালে পিকআপ ভ্যানের চাপায় বাবু (২৬) নামে এক যুবক মারা গেছেন। ব্যারিকেট ভেঙে পালিয়ে যাবার চেষ্টা করলে পুলিশ গাড়ি লক্ষ্য করে চার রাউন্ড গুলি করে। পরে চালক আবদুল হামিদকে গ্রেফতার করা হয়েছে।

সদর থানার ওসি (তদন্ত) আসলাম আলী জানান, সকাল সাড়ে ৭টার দিকে শহরতলির চারমাথা এলাকায় উত্তরবঙ্গ মহাসড়কে একটি পিকআপের চাপায় ছোটকুমিড়া গ্রামের আবু তাহেরের ছেলে কলারবয় (গাড়িতে যাত্রী তুলে দেবার কাজে নিয়োজিত) বাবু ঘটনাস্থলেই মারা যান।

 টহল পুলিশ খবর পেয়ে মাটিডালি বিমান মোড় ও ঠেঙ্গামারা এলাকায় পৃথক ব্যারিকেট দেয়। চালক আবদুল হামিদ ব্যারিকেট ভেঙে পালিয়ে যায়। অল্পের জন্য পুলিশ সদস্যরা বেঁচে যান। ঠেঙ্গামারা এলাকায় পুলিশ পিকআপ থামাতে শর্টগান দিয়ে চার রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
 তখন পিকআপ থামিয়ে চালক বারপুর মধ্যপাড়ার মৃত মাহমুদ আলীর ছেলে আবদুল হামিদ পালিয়ে যাবার চেষ্টা করলে জনগণ তাকে আটক করে পিটুনী দেন। পুলিশ আহত অবস্থায় তাকে গ্রেফতার করে হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে।