ব্যাকহামের যে গুণে মুগ্ধ ভিক্টোরিয়া

আপডেট: ২০১৫-১১-২৩ ২০:০১:১৩


david-beckham-and-victoria_91957_0বয়স ৪০। এই বয়সেও বিশ্বের সেরা সেক্সি পুরুষের খেতাব তার দখলে। এবার স্ত্রী ভিক্টোরিয়া দিলেন আরেক সার্টিফিকেট। জানালেন, এখনও প্রচুর রোমান্টিক তার বিখ্যাত স্বামী ডেভিড বেকহ্যাম।

ভিক্টোরিয়া বলেন, বছর ১৬ আগে তাঁদের দু’জনের এক সঙ্গে পথ চলার শুরু। কিন্তু এখনও একই রকম অটুট স্পাইস গার্ল-বেকসের ভালবাসা। এখনও স্ত্রীকে নিত্য নতুন সারপ্রাইজ দিতে ভালবাসেন বেকস।

স্বামীর কোন গুণ তাঁকে মুগ্ধ করে সবচেয়ে বেশি? বছর কুড়ি আগে এক ফুটবল ম্যাচ চলাকালীন তাঁদের প্রথম পরিচয়। ম্যাচ শেষে নিজেদের বন্ধুদের নিয়ে ব্যস্ত ছিলেন অন্য ফুটবলাররা। কেউ বা ব্যস্ত পানীয়তে চুমুক দিতে, তখন বেকস দাঁড়িয়েছিল স্টেডিয়ামের এক কোণে। সঙ্গে বাবা, মা এবং ছোট বোন জোয়ান। এত নাম। সকলে এক ডাকে চেনে তবুও কি মাটির মানুষ! পরিবারই বেকহ্যামের কাছে সবচেয়ে আগে।

বেকহ্যামের এই পরিবার কেন্দ্রিকতাই ভিক্টোরিয়াকে টেনেছিল সবচেয়ে বেশি। লাজুক হেসে উত্তর গায়িকা-ডিজাইনার ভিক্টোরিয়ার।

সানবিডি/ঢাকা/রাআ