যৌতুকের টাকা দিতে না পেরে সন্তান নিয়ে বিপাকে গৃহবধু মিতু
প্রকাশ: ২০১৫-১১-২৩ ২০:২০:৩২
দাবিকৃত যৌতুকের ৬ লক্ষ টাকা দিতে না পারায় নেশাগ্রস্থ স্বামী আঃ কাদের জিলানীর নির্যাতনের শিকার গৃহবধূ মিতু রহমান(২৪) তার ১০ মাস বয়সী পুত্রসন্তান আব্দুল্লাহ আল মুত্তাকিনকে নিয়ে প্রতিকারের আশায় দ্বারে দ্বারে ঘুরছে। অপরদিকে নেশাগ্রস্থ স্বামী ও তার স্বজনেরা ঐ গৃহবধু ও তার শিশু পুত্রকে প্রতিনিয়ত হত্যার হুমকি দিচ্ছে। এ ঘটনা খুলনার ফুলতলা থানার ছাতিয়ানী গ্রামে।
ঢাকার শহীদ সোহরাওয়ার্দী কলেজের বিবিএস ফাইনাল ইয়ারের ছাত্রী ও অসহায় গৃহবধু মিতুর অভিযোগে জানা যায়, গত ৩ বছর পূর্বে ছাতিয়ানী গ্রামের আমজাদ হোসেন সরদারের পুত্র আঃ কাদের জিলানীর সাথে মুসলিম আইনে তার বিবাহ হয়।
বিয়ের পর থেকে প্রায় নিয়মিতভাবে জিলানী নেশাদ্রব্য সেবন করে বাসায় ফিরত এবং বিভিন্ন সময় গালিগালাজ ও মারপিট শুরু করে। বিভিন্ন সময়ে যৌতুকের জন্য সে স্ত্রী মিতু ও তার আত্মীয়দেরকে চাপ দিতে থাকে। মেয়ের সংসার ও সুখের কথা চিন্তা করে মিতুর মা জিলানীকে নগদ ১লক্ষ টাকাও প্রদান করে। কিছুদিন পর যৌতুকের দাবিতে ফের মিতুকে বেধড়ক পিটিয়ে জখম করে। এ ব্যাপারে গত ১৯ মে ২০১৪ ইং তারিখে মিতু বাদি হয়ে জিলানীর বিরুদ্ধে ঢাকা শ্যামপুর থানায় জিডি (নং৭২৬) এন্ট্রি করেন।
ফুলতলা থানায় মিতুর লিখিত অভিযোগে স্বামী আঃ কাদের জিলানী তার ভাই শাহিন সরদার (৪০) ও হোসাইন সরদার ওরফে সোহেল (৩৭), পিতা আমজাদ হোসেন সরদার (৬০), ভাবি মাহফুজা বেগম, জামিরার মৃত ওয়াজেদ শেখের পুত্র নজরুল শেখ, বাবু সরদার ও তার স্ত্রী আসমা বেগ কে আসামী করা হয়। ইতিপূর্বে মিতুর কাছ থেকে ১০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেয়া হয়।
এদিকে নেশাখোর জিলানীর যৌতুকের ৬ লক্ষ টাকা জোগাড় করতে না পেরে প্রতিনিয়ত হুমকির শিকার মিতু তার শিশু পুত্রকে নিয়ে প্রতিকারের আশায় দ্বারে দ্বারে ঘুরছে। অপরদিকে আঃ কাদের জিলানীর সাথে মুঠোফোনে বার বার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। এ ব্যাপারে জামিরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ওলিয়ার রহমান বিশ্বাস অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, যৌতুকলোভী জিলানীর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া দরকার।
সানবিডি/ঢাকা/রাআ/তাপস