১০ জানুয়ারি দুই পর্বের ইজতেমা শুরু
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-২৫ ১৭:১৬:৪৯
আগামী ১০ জানুয়ারি থেকে দুই পর্বের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। বিশ্ব ইজতেমা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে অগ্রগতি প্রস্তুতিমূলক সভা মঙ্গলবার বিকালে গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ৭ জানুয়ারির মধ্যে ইজতেমা ময়দান প্রস্তুত করার সিদ্ধান্ত হয়।
এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গাজীপুর সিটি করপোরেশন, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ, বিদ্যুৎ ও সড়ক বিভাগসহ সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হয়। তাছাড়াও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, যানজট নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ, অবৈধ স্থাপনা উচ্ছেদ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসেবা, নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহ নিশ্চিতসহ মুসল্লিদের বিভিন্ন সেবা বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ইজতেমা ময়দানে প্রবেশ ও বের হওয়ার জন্য ২০টি পথ তৈরি করা হয়েছে। পুরো ইজতেমা ময়দানকে এবার ৮৭টি খিত্তায় ভাগ করা হয়েছে। এতে ৬৪টি জেলার মুসল্লিরা খিত্তা অনুযায়ী অবস্থান নিবেন। এর মধ্যে ঢাকা জেলার জন্য ২৩টি খিত্তা এবং ময়মনসিংহ জেলার জন্য দুটি খিত্তা রাখা হয়েছে। বাকি সকল জেলা একটি করে খিত্তায় থাকবে। ইজতেমার প্রথম পর্বে মাওলানা জুবায়ের অনুসারী এবং দ্বিতীয় পর্বে মাওলানা সা’দ অনুসারীগণ অংশ নেবেন বলে সভায় সিদ্ধান্ত হয়।
ইজতেমার নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে জানানো হয়, পুরো ইজতেমা ময়দানে সাড়ে ৪০০ সিসি ক্যামেরা বসানো হবে। মুসল্লিদের নিরাপত্তার জন্য পুলিশ, র্যাব, এপিপিএন ও আনসার বাহিনীর সমন্বয়ে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে।
থাকবে জেলা প্রশাসনের ৩০টির বেশি ভ্রাম্যমাণ আদালত। মাঠে থাকবে বোমা ডিসপোজল টিম। ইজতেমা ময়দানে মুসল্লিদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় বিজিবি সদস্য রিজার্ভ রাখা হবে।
অন্যান্য সেবাব্যবস্থার মধ্যে মুসল্লিদের ব্যবহারের জন্য ৩১টি টয়লেট ভবনে ৮ হাজার ৩৩১টি টয়লেট প্রস্তুত রাখা হয়েছে। ১৭টি গভীর নলকূপ দিয়ে পানি সরবরাহ করা হবে। তিনটি গ্রিড থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহ করা হবে। ৪টি শক্তিশালী জেনারেটর প্রস্তুত রাখা হবে। মুসল্লিদের পারাপারের জন্য তুরাগ নদীর ওপর ৭টি ভাসমান সেতু তৈরি করবে সেনাবাহিনী। চলবে ১০টি বিশেষ ট্রেন। এছাড়া সকল ট্রেন টঙ্গীতে যাত্রা বিরতি করবে। স্টেশনে তিন স্তরে টিকিট বিক্রির ব্যবস্থা রাখা হবে। স্টেশনে মুসল্লিদের জন্য আলাদা অস্থায়ী বিশ্রামাগার ও ১০০টি টয়লেট তৈরি করা হবে।
উল্লেখ্য, এবারের বিশ্ব ইজতেমা প্রথম পর্ব আগামী ১০ জানুয়ারি ফজরের পর শুরু হয়ে ১২ জানুয়ারি শেষ হবে। একই ভাবে চার দিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্ব ১৭ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ১৯ জানুয়ারি। দুই পর্বেই থাকবে আখেরি মোনাজাত।
সানবিডি/ঢাকা/এসএস