সিএমএইচ সম্প্রসারণে ১১ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-০১ ১২:৫৪:২৭


সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) সম্প্রসারণে চলতি অর্থবছরে ১১ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগ (আর্থ-সামাজিক উইং) এ বরাদ্দ দিয়ে সম্প্রতি প্রতিরক্ষা সচিবকে বিষয়টি জানিয়েছে।

এছাড়া পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের সিনিয়র সহকারী প্রধান মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত একটি ঠিচি অর্থ সচিবের কাছেও পাঠানো হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় ঢাকা সেনানিবাস কর্তৃক বাস্তবায়নাধীন ‘সিএমএইচ ঢাকা সম্প্রসারণ ও আধুনিকীকরণ (২য় পর্যায়) (২য় সংশোধিত)’ শীর্ষক বিনিয়োগ প্রকল্পের অনুকূলে চলতি (২০১৯-২০) অর্থবছরের এডিপিতে শিক্ষা ও ধর্ম সেক্টরের আওতায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ‘নতুন প্রকল্পের বরাদ্দ (থোক)’ থেকে ১১ কোটি ৮০ লাখ টাকা নির্দেশক্রমে বরাদ্দ প্রদান করা হলো। এ অর্থ সম্পূর্ণটাই মূলধন হিসেবে প্রদান করা হলো।

তবে শর্ত থাকে যে, ‘প্রকল্পের অনুকূলে বরাদ্দকৃত অর্থ অনুমোদিত সংশোধিত বিনিয়োগ প্রকল্পের অনুমোদিত অঙ্গ সংস্থান অনুযায়ী ও সব আর্থিক বিধি-বিধান অনুসরণপূর্বক ব্যয় করতে হবে। পাশাপাশি ২০১৯-২০ অর্থবছরের আরএডিপিতে যথাযথভাবে প্রতিফলন করতে হবে।
সানবিডি/ঢাকা/এসএস