বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক হলেন তাসনিম ফাতেমা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-০১ ১৫:১৫:৫১


বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (এক্স ক্যাডার-লাইব্রেরি) পদে পদোন্নতি পেয়েছেন গবেষণা বিভাগ (লাইব্রেরি উপবিভাগের) উপমহাব্যবস্থাপক তাসনিম ফাতেমা ।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৩০ ডিসেম্বর ব্যাংকের এক অফিস নির্দেশে তাকে পদোন্নতি দেয়া হয়।

তাসনিম ফাতেমা সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার বাঘুটিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে বিএ (অনার্স)সহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

তিনি ২০০০ সালে সহকারী পরিচালক (লাইব্রেরি) হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে ২০১০ সালে তিনি অ‌্যাসোসিয়েশন অব রিসার্চ লাইব্রেরিজের আয়োজনে আমেরিকায় অনুষ্ঠিত ‘লাইব্রেরি এসেসমেন্ট কনফারেন্সে’ এবং ভারত সরকারের ‘আইটেক’ স্কলারশিপে ২০১৯ সালে ভারতের চেন্নাইতে দুই সপ্তাহ ব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

তাসনিম বাংলাদেশ ব্যাংকের গ্রন্থাগার আধুনিকায়ন ও ‘ইনস্টিটিউশনাল রিপোজিটরি’ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন। বর্তমানে এ গ্রন্থাগারটি দেশের অন্যতম সেরা বিশেষায়িত গ্রন্থাগার।
সানবিডি/ঢাকা/এসএস