আজ অর্থমন্ত্রী ও ডিএসইর পর্ষদের বৈঠক
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০১-০২ ১০:১২:৩২
পুঁজিবাজারের চলমান অস্থিরতা কাটাতে অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আজ ২ জানুয়ারি বৈঠকে বসবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বিকাল ৩টায় আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি ভবনে অর্থমন্ত্রীর সাথে বৈঠকে বসবেন ডিএসইর পরিচালনা পর্ষদ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ৯ ডিসেম্বর ডিএসইর বৈঠকে বর্তমান পুঁজিবাজার পরিস্থিতি উত্তরণে অর্থমন্ত্রী ও গর্ভনররের সাথে বৈঠকের সিদ্ধান্ত হয়। এরপর ডিএসই বৈঠকের সময় জানতে চেয়ে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রাণলয়ে চিঠি পাঠায়। ডিএসইর আবেদনের প্রেক্ষিতে অর্থমন্ত্রী বৈঠকের তারিখ জানান।
সানবিডি/এসকেএস