সাপ্তাহিক লেনদেনের শীর্ষে খুলনা পাওয়ার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০১-০৪ ১১:০৪:৩২
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ২১ লাখ ৭১ হাজার ৪১৫টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ৫৮ কোটি ৫১ লাখ ৭৩ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা স্ট্যান্ডার্ড সিরামিকের ৪ লাখ ৮১ হাজার ৮৮৬ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৩ কোটি ৩৯ লাখ ৫৯ হাজার টাকা।
তালিকার তৃতীয় স্থানে ব্র্যাক ব্যাংকের ৫৫ লাখ ২৩ হাজার ৪৪১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩০ কোটি ১৫ লাখ ২২ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- স্কয়ার ফার্মা, বিকন ফার্মা, লাফার্জ হোলসিম, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, ড্যাফোডিল কম্পিউটার্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ।
সানবিডি/এসকেএস