সাপ্তাহিক দর পতনের শীর্ষে অ্যাপোলো ইস্পাত
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-০১-০৪ ১১:১৯:৩০
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে অ্যাপোলো ইস্পাত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির দর কমেছে ১০ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ১ কোটি ১৯ লাখ ১০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৯ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নর্দার্ন জুটের সপ্তাহজুড়ে দর কমেছে ৮ দশমিক ৯০ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৪ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৫৩ লাখ ৪০ হাজার টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের সপ্তাহজুড়ে দর কমেছে ৭ দশমিক ৬০ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩০ কোটি ১৫ লাখ ২২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ৫৩ লাখ ৮০ হাজার ৫০০ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৭ দশমিক ২৯ শতাংশ, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজের ৬ দশমিক ৯৮ শতাংশ, সমতা লেদারের ৬ দশমিক ৫৯ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৫২ শতাংশ, সিটি ব্যাংকের ৫ দশমিক ৭১ শতাংশ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ৪ দশমিক ৬৩ শতাংশ ও এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ৪ দশমিক ৫৫ শতাংশ দর কমেছে।
সানবিডি/এসকেএস