চট্টগ্রামকে ১২২ রানের লক্ষ্য দিল খুলনা

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২০-০১-০৪ ১৫:৪৭:৪৯


বিপিএলে সিলেটের পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ১২২ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে খুলনা টাইগার্স। নির্ধারিত ২০ ওভারে সবগুলো উইকেটের খরচায় খুলনার ইনিংস থামে ১২১ রান।

টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় ৮ রানেই হারায় তাদের ওপেনার মেহেদী মিরাজকে। এরপর ১৪ রান তুলতেই সাজঘরে খুলনার আরও দুই টপ অর্ডার।

দ্রুত উইকেট পতনে দলের হাল ধরার গুরুভার নিজের কাঁধে তুলে নেন রাইলি রুশো এবং মুশফিকুর রহিম। দলীয় ৬৩ রানে মুশফিকের বিদায় হলেও উইকেট আগলে ধরে বসে থাকেন রাইলি রুশো। দলকে এগিয়ে নিতে থাকেন দৃঢ় হাতে।

কিন্তু ১০৬ রানে রুশো বিদায় নিলে শুরু হয় খুলনার শিবিরে আসা যাওয়ার মিছিল। আর নির্ধারিত ২০ ওভারের আগেই সাজঘরে ফেরেন খুলনার সব ব্যাটসম্যান। আর সেই সাথে তাঁরা পুঁজি পায় মাত্র ১২১ রানের।

চট্টগ্রামের হয়ে ৩ টি করে উইকেট নেন রুবেল হোসেন এবং মেহেদী হাসান রানা। আর দুটি উইকেট পান উইলিয়ামস।