তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করলো পীরবাবা!!

আপডেট: ২০১৫-১১-২৪ ২১:২৯:৫৩


ashik reap 24.11.15_92123নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার সোনাপুর এলাকায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ভণ্ডপীর মোহাম্মদ শাহজাহান। পরে আদালতে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন শাহহাজান। পরে বিজ্ঞ আদালতে তাকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গতকাল সোমবার দুপুরে সোনারগাঁও থানায় ভিকটিমের মা বাদী হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার বিবরণীতে জানা যায়, নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার সোনাপুর এলাকায় গত রবিবার রাতে ভণ্ডপীর মোহাম্মদ শাহজাহানকে দাওয়াত দেয় ভিকটিমের পরিবার। পরে সোমবার সকালে ভিকটিমের বাবা-মা কাজের উদ্দেশ্যে বাড়ির বাইরে গেলে ওই ছাত্রীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন ভণ্ডপীর শাহজাহান। পরে ভিকটিমের চিৎকার চেঁচামেচিতে স্থানীয় লোকজন এসে শাহজাহানকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।

সানবিডি/ঢাকা/রাআ