আল-আমিনের হ্যাট্রিক
আপডেট: ২০১৫-১১-২৪ ২১:৪৬:৪৯
বিপিএলের তৃতীয় আসরে সিলেটের বিপক্ষে প্রথম হ্যাট্রিক পেয়েছেন বরিশাল বুলসের আল-আমিন হোসেন। চতুর্থ ওভারের দ্বিতীয় বলে বোপারাকে আউট করার পর নরুল হাসানকে সাজঘর দেখান। ঠিক তার পরের বলে মুশফিকুর রহিমকে বোল্ড করে দুর্লভ হ্যাট্রিক পেয়ে যান বাংলাদেশি এই পেসার।
শৃঙ্খলাভঙ্গের দায়ে এই আল-আমিনকে বিশ্বকাপ থেকে দেশে ফিরিয়ে আনা হয়। এরপর সুযোগ পান জিম্বাবুয়ে সিরিজে। সেখানে বেশ ভালোই করেন।বিপিএলে আজ দেখা দিয়েছেন বিধ্বংসী হয়ে। ইতিমধ্যে তুলে নিয়েছেন চার উইকেট।
বিপিএলে প্রথম হ্যাট্রিকের রেকর্ডটি মোহাম্মদ সামির। ২০১২ সালে।
সানবিডি/ঢাকা/রাআ