মার্কেন্টাইল ব্যাংকের ‘সাপাহার শাখা’ স্থানান্তর
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-০৬ ১৫:৪২:০৫
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের গ্রাহক সেবা আরও উন্নত ও সুপরিসরে দেওয়ার লক্ষে ‘সাপাহার শাখা’ থেকে নতুন ঠিকানায় গ্রাম সাপাহার, মৌজা-জয়পুর ও সাপাহার, ইউনিয়ন-১নং সাপাহার, থানা-সাপাহার, জেলা-নওগাঁ-তে স্থানান্তরিত হয়ে কার্যক্রম শুরু করেছে।
রোববার মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্জাহান হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে নতুন ঠিকানায় সাপাহার শাখার কার্যক্রম উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরী ও সাপাহার উপজেলা বণিক সমিতির সভাপতি মতিউর রহমান। ব্যাংকের ডিএমডি ও ক্যামেলকো শামীম আহমেদ, এসভিপি ও নর্থ বেঙ্গল জোনের প্রধান এ.এস.এম. জাকির হোসেনসহ উর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা, সাংবাদিক, বিপুল সংখ্যক গ্রাহক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ব্যাংকের এভিপি ও সাপাহার শাখা প্রধান সারওয়ার মাহবুব মোরশেদ অতিথিদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন। শাখাটির আগের ঠিকানা ছিল- সাহা প্লাজা, গ্রাম-সাপাহার, মৌজা- সাপাহার, ইউনিয়ন-১নং সাপাহার, থানা-সাপাহার, জেলা-নওগাঁ।
সানবিডি/ঢাকা/এসআই