দর বৃদ্ধির শীর্ষেও লাফার্জহোলসিম

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০১-০৬ ১৭:১৪:১৭


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে লাফার্জহোলসিম লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৭ দশমিক ০৬  শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ৩২৪ বারে ৬৭ লাখ ১৬ হাজার ৮৬৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৬ কোটি ২০ লাখ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা হাওয়েল টেক্সটাইলের শেয়ার দর বেড়েছে ৪ দশমিক ৩৭ শতাংশ। কোম্পানিটি ১ বারে ৩ টি শেয়ার লেনদেন করে।

তৃতীয় স্থানে থাকা বিডি ল্যাম্পসের শেয়ার দর বেড়েছে ৪ শতাংশ। কোম্পানিটি ১৩৭ বারে ৯ হাজার ৪০০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্সের ৩ দশমিক ৭৩ শতাংশ, কপারটেকের ৩ দশমিক ৬৫ শতাংশ, নিটল ইন্সুরেন্সের ৩ দশমিক ১২ শতাংশ, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়্যাল ফান্ড ওয়ানের ২ দশমিক ৯৪ শতাংশ, পাইওনিয়র ইন্সুরেন্সের ২ দশমিক ৮২ শতাংশ, এটলাস বাংলাদেশের ২ দশমিক ৮০ শতাংশ ও আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়্যাল ফান্ডের ২ দশমিক ৫৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।

সানবিডি/এসকেএস