পুঁজিবাজারের উন্নয়নে সহযোগিতা করবে বিডা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০১-০৬ ১৮:৪৩:১৯
পুঁজিবাজারের উন্নয়নে সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম।
সোমবার বিকেলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) সদ্য নির্বাচিত কমিটি সৌজন্য স্বাক্ষাতে গেলে তিনি এ আশ্বাস প্রদান করেন।
বিএমবিএর সভাপতি মো. ছায়েদুর রহমান সানবিডিকে বলেন, বিডার চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন পুঁজিবাজারের প্রতি দেশি ও বিদেশি বিনিয়োগকারী আকৃষ্ট করতে তারা সহযোগিতা করবে। এছাড়া বিএমবিএ যদি কোন পদক্ষেপ গ্রহন করে সেখানেও তারা অংশগ্রহন করবে।
বিএমবিএর সভাপতি মো. ছায়েদুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. রিয়াদ মতিনসহ বিডার উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সানবিডি/এসকেএস