বছরজুড়ে সেরা ইসলামী ব্যাংক ; দ্বিতীয় ঢাকা ব্যাংক সিকিউরিটিজ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-০৭ ০৮:৫০:২০


দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী বছরের লেনদেনের ভিত্তিতে সেরা ডিলারের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় শীর্ষে  স্থান ধরে রেখেছে ইসলামী ব্যাংক সিকিউরিটিজ। দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড।

জানা গেছে, এ তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে আইডিএলসি সিকিউরিটিজ,চতুর্থ অবস্থানে ইউনিরয়েল সিকিউরিটিজ, পঞ্চম অবস্থানে অ্যাপেক্স ইনভেস্টমেন্ট লিমিটেড,৬ষ্ঠ ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ, সপ্তম অবস্থানে সিটি ব্রোকারেজ, অষ্টম অবস্থানে ইউনাইটেড সিকিউরিটিজ, নবম অবস্থানে এসএআর সিকিউরিটিজ এবং দশম অবস্থানে রয়েছে শেলটেক ব্রোকারেজ লিমিটেড।

শীর্ষ বিশে থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো- পূবালী ব্যাংক সিকিউরিটিজ,এমটিবি সিকিউরিটিজ, প্রাইম ব্যাংক সিকিউরিটজ, আইসিবি,ইবিএল ইবিএল সিকিউরিটিজ,এম-সিকিউরিটিজ, এসবিসি সিকিউরিটিজ,শান্তা সিকিউরিটিজ লিমিটেড, এনবিএল সিকিউরিটিজ এবং এনএলআই সিকিউরিটিজ লিমিটেড।