এএমসির অনুমোদন পেয়েছে ইউসিবিএল
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-০৭ ০৯:১৫:৩১
পুঁজিবাজারের তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) সহযোগী প্রতিষ্ঠান হিসেবে অনুমোদন পেয়েছে ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। সম্প্রতি এই প্রতিষ্ঠানটিকে অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মত, এই কোম্পানিটির অনুমোধিত মূলধন হবে ৫০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন হবে ৫ কোটি টাকা। এর ৯৯ দশমিক ৯৯ শতাংশ শেয়ারের মালিক হবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। বর্তমানে প্রতিষ্ঠানটি ব্রোকারেজের ব্যবসা করছে। পুঁজিবাজারের ব্যবসার তালিকায় যুক্ত হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি।
বিএসইসির সূত্র মতে, বর্তমানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে ৪৪টি। ইউসিবিসহ হবে ৪৫টি।