ইরানে বিমান দুর্ঘটনায় ১৮০ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২০-০১-০৮ ১১:৫৮:৩২
আজ সকালে ইউক্রেনের একটি বিমান ইরানে ভেঙে পড়ে।বিমানটিতে মোট ১৮০ জন যাত্রী ছিল যাদের সবাই মারা গেছে বলে সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে।
ইরানের রাষ্ট্রীয় টিভির বরাতে সংবাদ মাধ্যম আল-জাজিরা এ কথা জানিয়েছে।
আজ বুধবার এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে ইরানে। ইরানের সংবাদমাধ্যমগুলো জানায়, বিমানটি ১৮০ জন যাত্রী নিয়ে যাচ্ছিল ইউক্রেনের এই বিমান। তেহরানের কাছেই ভেঙে পড়ে এই বিমান। জানা গিয়েছে তেহরানের ইমাম খোমেইনি বিমানবন্দর থেকে ওড়ে এই বোয়িং-৭৩৭ বিমানটি। ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়েছে।
সানবিডি/ঢাকা/এনজে