ক্রিকেটে বাংলাদেশের সাহায্য প্রার্থনা মিয়াঁদাদের

স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২০-০১-০৮ ১২:৩২:২৪


বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তা কাটছেই না। পাকিস্তানে গিয়ে কেবল টি-টোয়েন্টিই খেলতে চায় বাংলাদেশ। পাকিস্তান চায় বাংলাদেশ তাদের মাটিতে খেলুক পুরো সিরিজ। এ নিয়ে দুই দেশের মধ্যে চলছে দ্বন্দ্ব। সাবেক পাকিস্তানি অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ চান বাংলাদেশ পাকিস্তানে যাক, তাদের দুঃসময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিক

তামিম-মুশফিকরা পাকিস্তানে সিরিজ খেলতে যাবেন কি যাবেন না, সে নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। ওদিকে সিরিজ খেলার জন্য যে নিজেদের দেশ পুরোপুরি নিরাপদ, সে কথাটা বারবার বলে যাচ্ছে পাকিস্তান। এখন সে সুরে সুর মেলালেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ।

জাভেদ মিয়াঁদাদ পাকিস্তানের ক্রিকেটের এই দুঃসময়ে বাংলাদেশের এগিয়ে আসা উচিত বলে মনে করেন । বাংলাদেশকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করে তিনি অনুরোধ করেছেন, বাংলাদেশ যেন সিরিজ বাতিল না করে, ‘বাংলাদেশ আমাদের কাছে ভাইয়ের মতো। ওদের ক্রিকেটের অবস্থা যখন নাজুক অবস্থা ছিল, তখন পাকিস্তান বাংলাদেশকে নানাভাবে সাহায্য করেছে। তাই বাংলাদেশেরও উচিত পাকিস্তানে সিরিজ খেলতে আসার মাধ্যমে পাকিস্তানকে সাহায্য করা। প্রতিবেশী এই দুই দেশের উচিত ক্রিকেটের ব্যাপারে একে অন্যকে সাহায্য করা।’

পাকিস্তান সফর নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে বিসিবি-পিসিবি। পিসিবিকে বিসিবি প্রস্তাব দিয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার। এ মুহূর্তে পাকিস্তানের মাটিতে কিছুতেই টেস্ট খেলতে চায় না বাংলাদেশ। খেললে সেটি হতে হবে নিরপেক্ষ ভেন্যুতে। কিন্তু পাকিস্তান নাছোড়, তারা চায় বাংলাদেশ তাদের মাটিতে টি-টোয়েন্টির সঙ্গে টেস্ট সিরিজটাও খেলুক। বিষয়টি এখনো ঝুলে আছে, সমাধান হয়নি। যদি শেষ পর্যন্ত পিসিবি তিনটি টি-টোয়েন্টি খেলতে রাজি হয়, সেটি হয়ে যাওয়ার কথা এ মাসেই। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান অবশ্য বলছেন, পাকিস্তান সফর নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে আগামী সপ্তাহে হতে যাওয়া বোর্ড সভায়।

সানবিডি/এনজে