দুপুর ২টা থেকে গ্যাস থাকবে না রামপুরা, বনশ্রী এলাকায়

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-০৮ ১৩:০৪:১৮


পাইপলাইন মেরামতের কাজের জন্য বুধবার (৮ জানুয়ারি) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর রামপুরা, বনশ্রীসহ আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লিকেজ সমস্যা সমাধানের লক্ষ্যে পশ্চিম রামপুরার মোল্লা টাওয়ার থেকে উলন রোড এলাকায় পাইপলাইন স্থানান্তর বা পুনর্বাসনের কাজ করা হবে। নতুন পাইপলাইনের সঙ্গে বর্তমানে যে পাইপলাইন আছে তা টাই-ইন অর্থাৎ যুক্ত করা হবে। এ কারণে বুধবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চার ঘণ্টা পূর্ব রামপুরা, পশ্চিম রামপুরা, বনশ্রী ও এর আশেপাশের এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি, আবাসিক ও ক্যাপটিভ পাওয়ার শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের প্রতি দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।
সানবিডি/ঢাকা/এসএস