অর্থমন্ত্রীকে দেওয়া প্রস্তাবনাসমূহের তদারকি কমিটি গঠন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০১-০৮ ১৫:১৭:৫৬
পুঁজিবাজার উন্নয়নে অর্থমন্ত্রীর সাথে অংশীজনের মতবিনিময় সভার প্রস্তাবনাসমূহের যথাযথ বাস্তবায়ন কাজ সমন্বয় ও তদারকির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয় থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কমিটির সমন্বয়ক করা হয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব এনডিসি মাকসুরা নূরকে। কমিটির সদস্য সচিব করা হয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব ড. নাহিদ হোসেনকে। এছাড়া এ কমিটিতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালককে সদস্য করা হয়েছে।
সান বিডি/এসকেএস