দর বৃদ্ধির শীর্ষে এডিএন টেলিকম

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০১-০৮ ১৬:৪০:৩৭


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই ) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এডিএন টেলিকম লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি ১০ হাজার ১৮১ বারে ৩১ লাখ ৭০ হাজার ৩৭৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ কোটি ৩৩ লাখ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল ফিডের শেয়ার দর বেড়েছে ৫ দশমিক ২০ শতাংশ। কোম্পানিটি ৯২৭ বারে ৩৩ লাখ ৩৭ হাজার ৮৫৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৩২ লাখ টাকা।

তৃতীয় স্থানে থাকা অলিম্পিক ইন্ডাস্ট্রিজের  শেয়ার দর বেড়েছে ৩ দশমিক ৫২ শতাংশ। কোম্পানিটি ৪৯১ বারে ২ লাখ ২৬ হাজার ৩০৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ব্রাক ব্যাংকের ৩ দশমিক ৩৩ শতাংশ, স্টান্টার্ড সিরামিকের ৩ দশমিক ২৬ শতাংশ, সিটি ব্যাংকের ২ দশমিক ৮৫ শতাংশ, ইউনাইটেড পাওয়ারের ২ দশমিক ৭৯ শতাংশ, ইয়াকিন পলিমারের ২ দশমিক ৭২ শতাংশ, প্রহতি ইন্সুরেন্সের ২ দশমিক ৪২ শতাংশ ও ম্যাকসন স্পিনিংয়ের ২ দশমিক ৩৮ শতাংশ শেয়ার দের বেড়েছে।

সানবিডি/এসকেএস