ইরানে হামলা চালালে ইসরায়েলে হামলা করবে হিজবুল্লাহ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-০৮ ১৭:০৯:৫৪


ইরাকে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার জবাবে যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা করে তাহলে ইসরায়েলে হামলা করবে হিজবুল্লাহ। ইরানের বার্তা সংস্থা তাসনিমকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন জেরুজালেম পোস্ট।

মঙ্গলবার দিবাগত রাতে আইআরজিসি ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে দফায় দফায় হামলা করে। এরপর আইআরজিসি এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্র থেকে আলাদা করে দেখা হবে না জায়নবাদী ইসরায়েলকে। আমরা প্রচণ্ড শয়তান, রক্তপিপাসু ও অহংকারী মার্কিন শাসকদের সতর্ক করে দিচ্ছি। যদি ইরানের বিরুদ্ধে আর কোনো আগ্রাসন চালানো হয়, তাহলে আরও বেদনাময় ও কঠোর জবাব দেয়া হবে।
এদিকে আইআরজিসি তাদের টেলিগ্রাম চ্যানেলে সতর্কতা দিয়ে বলেছে, যদি ইরানের মাটিকে টার্গেট করা হয় তাহলে সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং ইসরায়েলের হাইফাতে হামলা চালাবে তারা।
সানবিডি/ঢাকা/এসএস