জম্মু-কাশ্মীরে দুদিনের সফরে ১৭ দেশের প্রতিনিধি

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২০-০১-০৯ ০৯:৪৭:৩১


মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১৭টি দেশের প্রতিনিধিদের একটি দল বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরে সফরে যাচ্ছেন। বৃহস্পতিবার থেকে সেখানে তারা দু’দিনের সফর করবেন। তবে এই সফরে ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশের প্রতিনিধি থাকছেন না। ইউরোপীয় ইউনিয়নের বিশেষ দূত এক বিবৃতিতে জানিয়েছেন, এ ধরনের ‘গাইডেড ট্যুর’ চান না তারা।

ইইউ’র ওই বিশেষ দূত বলেন, নিজের ইচ্ছামতো লোকজনদের সঙ্গে কথা বলতে চান তারা। জম্মু ও কাশ্মীর সফরের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তবে তাদের মতে, এই সফর খুব কম সময়ের।

পরবর্তী কোনও সময়ে তারা সেখানে সফর করতে চান বলে জানানো হয়েছে। জম্মু ও কাশ্মীরের পরিস্থিতির ব্যপক উন্নতি হয়েছে বলেও মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা।

যেসব দেশের প্রতিনিধিরা জম্মু-কাশ্মীরে সফর করছেন তারা যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, গিয়ানা, ব্রাজিল, নাইজেরিয়া, নাইজার, আর্জেন্টিনা, ফিলিপাইন্স, নরওয়ে, মরক্কো, মালদ্বীপ, ফিজি, টোগো, বাংলাদেশ এবং পেরুর।

প্রতিনিধিদের এই দলটিকে প্রথমে শ্রীনগরে নেওয়া হবে। সেখানে তারা কেন্দ্রীয় শাসিত অঞ্চলের লে. গভর্নর জিসি মুরমু এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করবেন। অস্ট্রেলিয়া এবং উপসাগরীয় বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরাও এই সফরে অংশ নেয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা এই সফরে অংশ নিতে পারছেন না।

উল্লেখ্য,গত ৫ আগস্ট ভারতের সংবিধান থেকে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয় কেন্দ্র। তারপর থেকেই সেখানে মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। প্রায় ছয় মাস ধরে সেখানে ইন্টারনেট সেবা বন্ধ থাকায় এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সম্প্রদায়।

সানবিডি/এনজে