ভালেন্সিয়াকে হারিয়ে সুপার কাপের ফাইনালে রিয়াল
স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২০-০১-০৯ ১০:৪৮:৪১
ভালেন্সিয়ার বিপক্ষে দুর্দান্ত খেলে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে জিনেদিন জিদানের দল রিয়াল মাদ্রিদ।
সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে সেমি-ফাইনালের ম্যাচে ৩-১ গোলে জিতেছে রিয়াল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে রিয়াল। এদেন আজারের পর গ্যারেথ বেল ও করিম বেনজেমার অনুপস্থিতিও মাঠের লড়াইয়ে তা তেমন একটা বোঝাই গেল না।
খেলার ১৫তম মিনিটে ক্রুসের নৈপুণ্য আর চতুরতায় গোল দিয়ে এগিয়ে যায় তারা। কর্নার পেয়েছিল রিয়াল, রক্ষণ সাজানোয় ব্যস্ত ছিলেন গোলরক্ষক জাওমে দুমেনেক। সেই সুযোগে দ্রুত শট নেন জার্মান মিডফিল্ডার। বল বাঁক খেয়ে ঠিকানা খুঁজে নেয়। শেষ মুহূর্তে ছুটে গিয়ে পাঞ্চ করে ফেরানোর চেষ্টা করেছিলেন গোলরক্ষক; কিন্তু ততক্ষণে গোল হয়ে গেছে।
৩৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইসকো। মদ্রিচের শট প্রতিপক্ষের গায়ে লেগে ফেরার পর বল বুক দিয়ে নামিয়ে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন স্প্যানিশ এই মিডফিল্ডার।
আরেকটি সুযোগ আসে দুই মিনিট পর। দ্বিতীয় গোল পেতে পারতেন প্রথম গোলদাতা ইসকো। কিন্তু তার হেড পোস্টে বাধা পায়। ফিরতি বল গোলমুখে পেয়ে গোলরক্ষকের বাধা এড়াতে পারেননি লুকা ইয়োভিচ।
৬৫তম মিনিটে আরেকটি দারুণ গোল করেন মদ্রিচ। ইয়োভিচের পাস ডি-বক্সে পেয়ে দুই ডিফেন্ডারের মধ্যে দিয়ে কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন ক্রোয়াট মিডফিল্ডার। স্কোর দাঁড়ায় ৩:০।
এরপর ভালেন্সিয়া বেশ চাপ তৈরি করে। ৭৫ ও ৭৯তম মিনিটে দুটি সুযোগও পেয়েছিল তারা, কিন্তু গোলরক্ষক থিবো কের্তোয়া দলকে রক্ষা করেন।
খেলা শেষ হওয়ার আগে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে স্পট কিকে সান্ত্বনাসূচক গোলটি করেন পারোহো। ডি-বক্সে রিয়াল অধিনায়ক সের্হিও রামোসের হাতে বল লাগলে পেনাল্টির বাশি বাঁজান রেফারি।
এর আগে লা লিগায় ভালেন্সিয়ার বিপক্ষে গত দুই ম্যাচে জিততে পারেনি রিয়াল। ভিন্ন প্রতিযোগিতায় এবার সেই দলকেই উড়িয়ে দিল জিদানের শিষ্যরা।
ফাইনালে উঠার লক্ষ্যে দ্বিতীয় সেমি-ফাইনালে বৃহস্পতিবার মুখোমুখি হবে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ। ১২ জানুয়ারি হবে ফাইনাল।
সানবিডি/এনজে