শেয়ার বিক্রি করবেন হাক্কানি পাল্পের দুই উদ্যেক্তা পরিচালক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০১-০৯ ১১:৩৮:১৭


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হাক্কানি পাল্পের দুই উদ্যেক্তা পরিচালক মো.গোলাম কিবরিয়া এবং গোলাম মোস্তফা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, উদ্যেক্তা পরিচালক মো.গোলাম কিবরিয়ার কাছে কোম্পানির ১৫ লাখ ৫ হাজার ও গোলাম মোস্তফার কাছে কোম্পানির ১৫ লাখ ১৬ হাজার ৬৬৬টি শেয়ার আছে। এই দুই উদ্যোক্তা পরিচালক তা থেকে ১ লাখ ৫০ হাজার শেয়ার বিক্রি করবেন। আগামী ৩০ কর্মদিবসের মধ্যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবেন তারা।

সানবিডি/এসকেএস