শীর্ষস্থান ধরে রাখতে চট্টগ্রামের পুঁজি ১৫৫

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-১১ ১৬:০১:৩৯


বঙ্গবন্ধু বিপিএলে শনিবার লিগ পর্বের শেষ দিন রাজশাহী রয়্যালসের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৫ রান সংগ্রহ করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সুতরাং, জিততে হলে রাজশাহীকে করতে হবে ১৫৬ রান।

লিগ পর্বে দুই দলেরই এটি শেষ ম্যাচ। আর দুই দলই আগেই প্লে-অফে উঠে গেছে। চট্টগ্রাম যদি এই ম্যাচে জয় পায় তাহলে শীর্ষস্থানে থেকেই প্লে-অফে খেলতে পারবে। হেরে গেলে তারা শীর্ষ স্থান থেকে নেমে যাবে। ১৬ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম এখন পয়েন্ট টেবিলে শীর্ষে আছে। আর ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে আছে রাজশাহী।

এদিন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি। পাওয়ারপ্লেতে বিনা উইকেটে তারা ৩৮ রান তোলে। সপ্তম ওভারে ভাঙে চট্টগ্রামের ওপেনিং জুটি। ফিরে যান জুনায়েদ সিদ্দিক। তার সংগ্রহ ২৩ রান।

গত ম্যাচের মতো এই ম্যাচেও অল্পতেই ফিরে যান ক্রিস গেইল। ২১ বলে ২৩ করে তিনি রাসেলের হাতে ক্যাচ হন। দলীয় ৬৯ রানে বিদায় নেন ইমরুল। চতুর্থ উইকেট জুটিতে ২৪ রানের পার্টনারশিপ করেন রিয়াদ ও ‍ওয়ালটন। দলীয় ৯৩ রানে রাহির শিকার হন ওয়ালটন।

তারপর রিয়াদ ও সোহানের ব্যাটে এগিয়ে যেতে থাকে চট্টগ্রাম। ১৬ বলে ৩০ করে ইরফানের বলে বোপারার হাতে ধরা পড়েন সোহান। পরে রিয়াদ ও জিয়াউর রহমান ইনিংস শেষ করে আসেন। ৩৩ বলে ৪৮ করে অপরাজিত থাকেন অধিনায়ক রিয়াদ।

রাজশাহীর বোলারদের মধ্যে মোহাম্মদ ইরফান ১টি, আবু জায়েদ ১টি, শোয়েব মালিক ১টি, আফিফ হোসেন ১টি ও তাইজুল ইসলাম ১টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ইনিংস: ১৫৫/৫ (২০ ওভার)

(গেইল ২৩, জুনায়েদ সিদ্দিক ২৩, ইমরুল ১৯, মাহমুদউল্লাহ ৪৮, ওয়ালটন ৪, সোহান ৩০, জিয়াউর রহমান ৭*; মোহাম্মদ ইরফান ১/২৪, আবু জায়েদ ১/১২, কামরুল ইসলাম ০/৩৭, শোয়েব মালিক ১/১১, আফিফ হোসেন ১/১৮, তাইজুল ১/২০, অলক কাপালি ০/১৬, ফরহাদ রেজা ০/১৭)।
সানবিডি/ঢাকা/এসএস