চট্টগ্রামে আগুনে পুড়েছে গুদাম-বসত ঘর
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-১১ ১৭:০৫:০৮
চট্টগ্রামের বন্দর থানাধীন সাগরিকা সিনেমা হলের পেছনে আগুনে পুড়েছে গুদাম, বসতঘরসহ কয়েকটি দোকান। শনিবার ভোর ৫টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
বন্দর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোরশেদ আলম জানান, সাগরিকা সিনেমা হলের পেছনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
মোরশেদ বলেন, আগুনে আমির হোসেনের মালিকানাধীন একটি গুদাম, সাত কক্ষ বিশিষ্ট একটি বসতঘর, একটি মুদির দোকান, একটি ফার্মেসি এবং একটি কসমেটিক্সের দোকান পুড়ে গিয়ে ছয় লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস