যুগোপযোগী শিক্ষা বিষয়ক কর্মশালা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-১১ ১৭:২০:৫৫
যুগের সঙ্গে তাল মিলিয়ে পাল্টে যাচ্ছে শিক্ষা পদ্ধতি, পাল্টে যাচ্ছে শিক্ষা উপকরণ। ভবিষ্যতের শিক্ষা নিয়ে তাই চিন্তিত শিক্ষার্থী ও অভিভাবকেরা। এ অবস্থায় রাজধানীতে আয়োজন করা হয়েছে, ‘ফিউচার অব লার্নিং ইন্ডাস্ট্রি’ শীর্ষক কর্মশালার।
ফেইথ ওভারসিস ও ভারতের জেইন ইউনিভার্সিটির যৌথ আয়োজনে এই কর্মশালায় প্রধান অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের বেঙ্গালুরুর জেইন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. চেনরাজ রয়চাঁদ।
রাজধানীর হোটেল রেডিসনের বলরুমে শনিবার (১১ জানুয়ারি) রাতে এ কমর্শালায় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
অংশ নিবেন ২০১৯ সালে এসএসসি পাস করা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী।
সানবিডি/ঢাকা/এসএস