২ কোম্পানির নগদ লভ্যাংশ বিতরণ
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-০১-১২ ১২:১৫:১৯
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইফাদ অটোরস ও সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি গত অর্থবছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিতরণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ইফাদ অটোরস ৬ জানুয়ারি গত ৩০ জুন শেষ হওয়া ২০১৯ অর্থবছরে ঘোষিত নগদ লভ্যাংশটি শেয়ারহোল্ডারদের নিজ নিজ ব্যাংক হিসেবে বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) মাধ্যমে জমা দিয়েছে। যেসব বিনিয়োগকারীদের লভাংশ বিইএফটিএন নেটওয়ার্কসের মাধ্যমে পাঠানো সম্ভব না তাদের লভ্যাংশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিজস্ব ঠিকানায় পাঠানো হয়েছে।
৯ জানুয়ারি সিভিও পেট্রোকেমিক্যাল গত ৩০ জুন শেষ হওয়া ২০১৯ অর্থবছরে ঘোষিত নগদ লভ্যাংশটি শেয়ারহোল্ডারদের নিজ নিজ ব্যাংক হিসেবে বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) মাধ্যমে জমা দিয়েছে।
সানবিডি/এসকেএস