আরো মুসলিম দেশের উপর নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২০-০১-১২ ১৩:৪৩:২৫


যুক্তরাষ্ট্র ভ্রমণে আরও কয়েকটি দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে ট্রাম্প প্রশাসন ।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা এপি জানিয়েছে, নতুন এক পরিকল্পনা তৈরি করেছে হোয়াইট হাউস। নতুন করে কয়েকটি দেশকে যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হতে পারে।

যদিও নতুন নিষেধাজ্ঞায় কোন কোন দেশ অন্তর্ভুক্ত হবে তা এখনও নির্ধারণ করা হয়নি। তবে নিষেধাজ্ঞা পেতে যাওয়া দেশগুলোর মধ্যে বেশিরভাগই মুসলিম সংখ্যাগরিষ্ঠ হবে বলে এপিতে এক সাক্ষাৎকারে জানিয়েছে হোয়াইট হাউসের দুই কর্মকর্তা।

উল্লেখ্য, বর্তমানে পাঁচটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশসহ সাত দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে। মুসলিম দেশগুলো হলো- ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া ও ইয়েমেন।

এবার সেই সংখ্যায় আরও কয়েকটি মুসলিম দেশ যুক্ত হতে পারে বলে এপিকে জানিয়েছেন ওই দুই শীর্ষ কর্মকর্তা।

এদিকে সংশ্লিষ্ট ছয়জনের বরাত দিয়ে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, নির্বাচনের বছরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন ইস্যুকে আরও সামনে তুলে ধরতে যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা বৃদ্ধির বিষয়টি আনতে চাচ্ছে হোয়াইট হাউস।

তবে এমন কোনো পরিকল্পনা নিয়ে আলোচনা হয়নি বলে জানিয়েছেন হোয়াইট হাউস মুখপাত্র হোগান গিডলি।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞায় নতুন দেশ যুক্ত হচ্ছে এমন কোনো তথ্য আমার কাছে নেই। তবে এটি সত্য যে, ভ্রমণ নিষেধাজ্ঞা আমাদের দেশকে সুরক্ষা দিয়েছে। এটি বিশ্বজুড়ে আমাদের নিরাপত্তায় একটি বড় খুঁটি।’

প্রসঙ্গত ২০১৭ সালে ছয় দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। সেই সময় যুদ্ধবিধ্বস্ত হওয়ায় ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া ও ইয়েমেনের নাগরিকদের নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল বলে উল্লেখ করেছিল ট্রাম্প প্রশাসন। চার মুসলিম দেশ ছাড়াও অন্য দুটি দেশ হলো- ভেনেজুয়েলা ও উত্তর কোরিয়া।

সূত্র: গার্ডিয়ান, এপি

সানবিডি/এনজে